ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 6:5-13 Kitabul Mukkadas (MBCL)

5. শিকারীর হাত থেকে হরিণের মত করে,পাখী শিকারীর হাত থেকে পাখীর মত করেতুমি নিজেকে ছাড়িয়ে নাও।

6. হে অলস, তুমি পিঁপড়ার কাছে যাও,তার চলাফেরা দেখে জ্ঞান লাভ কর।

7. তাকে হুকুম দেবার কেউ নেই,তার উপরে কোন পরিচালক বা শাসনকর্তা নেই;

8. তবুও সে গরমকালে তার খাবার জমা করে রাখেআর ফসল কাটবার সময় খাবার যোগাড় করে।

9. হে অলস, আর কতকাল তুমি শুয়ে থাকবে?কখন ঘুম থেকে উঠবে?

10. তুমি বলে থাক, “আর একটু ঘুম, আর একটু ঘুমের ভাব,বিশ্রামের জন্য আর একটুক্ষণ হাত গুটিয়ে রাখি।”

11. কিন্তু বারে বারে মেহমান আসলে কিংবা অস্ত্রশস্ত্রে সাজাদস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে,ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।

12. যে লোক জঘন্য ও দুষ্টসে খারাপ কথা মুখে নিয়ে ঘুরে বেড়ায়;

13. সে চোখ টিপে ইশারা করে,পা দিয়ে ইংগিত দেয়,আংগুল দিয়ে সংকেত করে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 6