ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 5:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন;আমার বিচারবুদ্ধির কথায় কান দাও।

2. তাতে তুমি নেকী-বদী বুঝবার শক্তি রক্ষা করতে পারবে,আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে।

3. জেনাকারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে,তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 5