ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 5:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন;আমার বিচারবুদ্ধির কথায় কান দাও।

2. তাতে তুমি নেকী-বদী বুঝবার শক্তি রক্ষা করতে পারবে,আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে।

3. জেনাকারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে,তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;

4. কিন্তু তার শেষ ফল হয় বিষের মত তেতো,দু’দিকে ধার দেওয়া ছোরার মত ধারালো।

5. তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে,তা সোজা চলে গেছে কবরের দিকে।

6. জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না;তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না।

7. ছেলেরা আমার, এবার আমার কথা শোন,আমি যা বলি তা থেকে সরে যেয়ো না।

8. সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখ,তার ঘরের দরজার কাছেও যেয়ো না;

9. যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবেআর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের।

10. তাতে অজানা লোকেরা তোমার ধন-সম্পদ ভোগ করবে,আর তোমার পরিশ্রমের ফল চলে যাবে অন্য লোকের বাড়ীতে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 5