ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 4:11-14 Kitabul Mukkadas (MBCL)

11. আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি,সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।

12. তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না,দৌড়াবার সময় উচোট খাবে না।

13. উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না;তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।

14. দুষ্টদের পথে তুমি পা দিয়ো না,খারাপ লোকদের পথে হেঁটো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 4