ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 4:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. সন্তানেরা, বাবার উপদেশে কান দাও,বিচারবুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও।

2. আমি তোমাদের ভাল শিক্ষা দিচ্ছি,সেইজন্য আমার নির্দেশের অবাধ্য হোয়ো না।

3. আমিও তো আমার বাবার ছেলে ছিলাম,মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।

4. তখন পিতা আমাকে শিক্ষা দিয়ে বলতেন,“তোমার সমস্ত দিল দিয়ে আমার কথা ধরে রেখো;আমার হুকুম মেনে চোলো, তাতে বাঁচবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 4