ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 31:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. বাদশাহ্‌ লমূয়েলের বলা কথা, অর্থাৎ আল্লাহ্‌র দেওয়া যে কালামতাঁর মা তাঁকে শিক্ষা দিয়েছিলেন।

2. ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান,হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলব?

3. স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না;বাদশাহ্‌দের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।

4. হে লমূয়েল, বাদশাহ্‌দের পক্ষে, জ্বী, বাদশাহ্‌দের পক্ষেমদানো আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়;মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।

5. মদ খেয়ে তারা শরীয়ত ভুলে যেতে পারে,আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।

6. যারা মরে যাচ্ছে তাদের মদ দাও।যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুর-রস দাও;

7. তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে যাক,তাদের দুঃখ-কষ্ট আর তাদের মনে না থাকুক।

8. হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে নাতুমি তাদের হয়ে কথা বোলো;অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 31