ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 30:9-14 Kitabul Mukkadas (MBCL)

9. তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবেআর আমি তোমাকে অস্বীকার করে বলব, “মাবুদ কে?”কিংবা আমি গরীব হয়ে চুরি করবআর আমার আল্লাহ্‌র নামের অসম্মান করব।

10. মালিকের কাছে গোলামের দুর্নাম কোরো না,তা করলে সেই গোলাম তোমাকে বদদোয়া দেবেআর তুমি দোষী হবে।

11. এমন অনেক লোক আছে যারা এই রকম-তারা বাবাকে বদদোয়া দেয় আর মায়ের ভাল চায় না,

12. তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে পাক-সাফ হয় নি,

13. তাদের চোখ অহংকারে ভরা,তাদের দৃষ্টি ঘৃণায় পূর্ণ,

14. তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি,যাতে তারা দুনিয়া থেকে দুঃখী লোকদেরআর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 30