ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 30:17-28 Kitabul Mukkadas (MBCL)

17. যে চোখ বাবাকে ঠাট্টা করেআর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে,সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্‌রে বের করে নেবে,আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।

18. তিনটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে,আসলে চারটা জিনিস আমি বুঝতেই পারি না-

19. কেমন করে ঈগল পাখি আকাশে ওড়ে,কেমন করে সাপ পাথরের উপরে চলে,কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে,কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলেজীবনের শুরু হয়।

20. জেনাকারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না;সে জেনা করবার পরে গোসল করে বলে,“আমি তো কোন অন্যায় করি নি।”

21. দুনিয়া তিনটার ভারে কাঁপে,আসলে চারটার ভার সে সহ্য করতে পারে না-

22. গোলামের ভার যখন সে বাদশাহ্‌ হয়,নীচমনা লোকের ভার যখন সে পেট ভরে খায়,

23. ঘৃণিতা স্ত্রীলোকের ভার যখন সে স্ত্রীর অধিকার পায়,আর বাঁদীর ভার যখন সে কর্ত্রীর স্থান পায়।

24. দুনিয়াতে চারটা জিনিস ছোট, তবুও সেগুলো খুব জ্ঞানে পূর্ণ-

25. পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম,তবুও গরমকালে তারা খাবার জমা করে;

26. শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই কম,তবুও খাড়া পাথরের গায়ে তারা ঘর বাঁধে;

27. পংগপালদের বাদশাহ্‌ নেই, তবুও তারা সারি বেঁধে এগিয়ে যায়;

28. টিক্‌টিকি হাত দিয়ে ধরা যায়, তবুও সে বাদশাহ্‌র বাড়ীতে থাকে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 30