ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 3:25-33 Kitabul Mukkadas (MBCL)

25. হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না,দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না;

26. কারণ তুমি মাবুদের উপরে ভরসা করবে,আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন।

27. যারা উপকার পাবার উপযুক্ততাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবেতখন তা করতে তুমি অস্বীকার কোরো না।

28. সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না,“যাও, পরে এসো, কালকে করব।”

29. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না,সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে।

30. যে লোক তোমার কোন ক্ষতি করে নি,বিনা কারণে তাকে দোষী কোরো না।

31. কোন জুলুমবাজ লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না,কিংবা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;

32. কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে মাবুদ ঘৃণা করেন,কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন।

33. দুষ্ট লোকের ঘরের উপর মাবুদের বদদোয়া থাকে,কিন্তু আল্লাহ্‌ভক্তদের বাড়ীকে তিনি দোয়া করেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 3