ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 3:13-19 Kitabul Mukkadas (MBCL)

13. ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে,

14. কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়,সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়;

15. প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী,তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।

16. তার ডান হাতে আছে অনেক আয়ু,বাঁ হাতে আছে ধন আর সম্মান।

17. তার পথে পাওয়া যায় আনন্দ,আর তার সমস্ত পথেই আছে উন্নতি।

18. যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন্তগাছের মত;যারা তাকে আঁকড়ে ধরে তারা দোয়া পায়।

19. মাবুদ সুবুদ্ধি দিয়ে দুনিয়ার ভিত্তি গেঁথেছেন,বিচারবুদ্ধি দিয়ে আসমানকে তার জায়গায় রেখেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 3