ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 29:7-18 Kitabul Mukkadas (MBCL)

7. গরীবদের প্রতি যেন ন্যায়বিচার করা হয়সেদিকে আল্লাহ্‌ভক্ত লোকদের চোখ আছে,কিন্তু দুষ্টেরা এই সব কিছুই বোঝে না।

8. ঠাট্টা-বিদ্রূপকারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়,কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।

9. বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করেতবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে,আর তাতে কোন মীমাংসা হবে না।

10. যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করেএবং সৎ লোককে হত্যা করবার চেষ্টা করে।

11. বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।

13. গরীব ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান্তমাবুদ তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।

14. যে বাদশাহ্‌ সততার সংগে গরীবদের বিচার করেনতাঁর সিংহাসন সব সময় স্থির থাকে।

15. সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে,কিন্তু যে ছেলেকে শাসন করা হয় নাসে তার মাকে লজ্জা দেয়।

16. দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে গুনাহের বৃদ্ধি হয়,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়।

17. তোমার ছেলেকে শাসন কর,তাতে সে তোমাকে শান্তিতে রাখবেআর তোমার প্রাণে আনন্দ দেবে।

18. যেখানে নবীদের মধ্য দিয়ে আল্লাহ্‌ তাঁর সত্য প্রকাশ করেন নাসেখানকার লোকেরা উ"ছৃঙ্খল হয়;কিন্তু ধন্য সেই লোক যে মাবুদের শরীয়ত মেনে চলে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 29