ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 28:7-21 Kitabul Mukkadas (MBCL)

7. যে ছেলে শরীয়ত মানে সে বুদ্ধিমান,কিন্তু যে ছেলে পেটুকদের সংগী সে তার পিতার জন্যঅসম্মান নিয়ে আসে।

8. যে কোন রকম সুদ নিয়ে যে লোক তার ধন বাড়ায়,সে তা এমন একজনের জন্য জমায় যে গরীবদের প্রতি দয়ালু।

9. মাবুদের শরীয়তের কথা যদি কেউ শুনেও না শোনে,তবে তার মুনাজাত পর্যন্ত ঘৃণার যোগ্য হয়।

10. সৎ লোককে যে কুপথে নিয়ে যায় সে তার নিজের গর্তেই পড়বে,কিন্তু যারা নির্দোষ তাদের উন্নতি হবে।

11. ধনী লোক তার নিজের চোখে জ্ঞানী,কিন্তু যে গরীব লোকের বিচারবুদ্ধি আছেসে সেই ধনী লোকের আসল অবস্থা বুঝতে পারে।

12. আল্লাহ্‌ভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের উপকার হয়,কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলেলোকদের খুঁজে পাওয়া যায় না।

13. যে লোক নিজের গুনাহ্‌ গোপন করে তার উন্নতি হয় না,কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে মমতা পায়।

14. ধন্য সে লোক যে অন্যায় করতে সব সময় ভয় করে,কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতেভয় করে না সে বিপদে পড়ে।

15. গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভল্লুক যেমন,তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।

16. যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ জুলুম করে;যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে।

17. যে লোক খুন করে দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেমৃত্যু না হওয়া পর্যন্ত সে পালিয়ে বেড়ায়;কেউ তাকে সাহায্য না করুক।

18. যার চলাফেরা নির্দোষ সে নিরাপদে থাকে,কিন্তু যে লোক বাঁকা পথে চলে সে হঠাৎ পড়ে যাবে।

19. যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে,কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার খুব অভাব হয়।

20. বিশ্বস্ত লোক অনেক দোয়া পায়,কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে।

21. বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়;যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 28