ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 28:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. যে লোক নিজের গুনাহ্‌ গোপন করে তার উন্নতি হয় না,কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে মমতা পায়।

14. ধন্য সে লোক যে অন্যায় করতে সব সময় ভয় করে,কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতেভয় করে না সে বিপদে পড়ে।

15. গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভল্লুক যেমন,তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।

16. যে শাসনকর্তার বিচারবুদ্ধি নেই সে ভীষণ জুলুম করে;যে শাসনকর্তা লোভ ঘৃণা করে সে অনেক দিন বেঁচে থাকে।

17. যে লোক খুন করে দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেমৃত্যু না হওয়া পর্যন্ত সে পালিয়ে বেড়ায়;কেউ তাকে সাহায্য না করুক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 28