ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 27:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে,কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।

8. বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন,ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।

9. খোশবু তেল আর ধূপ মনকে আনন্দ দেয়;ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশবন্ধুর কাছে মিষ্টি লাগে।

10. নিজের কিংবা পিতার বন্ধুকে ত্যাগ কোরো না;বিপদের সময়ে ভাইয়ের ঘরে যেয়ো না;দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভাল।

11. ছেলে আমার, তুমি জ্ঞানবান হওআর আমার মনকে আনন্দিত কর;তাতে যারা আমাকে টিট্‌কারি দেয়তাদের আমি জবাব দিতে পারব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 27