ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 27:5-15 Kitabul Mukkadas (MBCL)

5. কেউ যদি তোমাকে ভালবাসে অথচ তা প্রকাশ না করে,তার চেয়ে বরং কেউ যদি তোমাকেখোলাখুলিভাবে দোষ দেখিয়ে দেয় সে ভাল।

6. শত্রু অনেক চুম্বন করতে পারে,কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে।

7. যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে,কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।

8. বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন,ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।

9. খোশবু তেল আর ধূপ মনকে আনন্দ দেয়;ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশবন্ধুর কাছে মিষ্টি লাগে।

10. নিজের কিংবা পিতার বন্ধুকে ত্যাগ কোরো না;বিপদের সময়ে ভাইয়ের ঘরে যেয়ো না;দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভাল।

11. ছেলে আমার, তুমি জ্ঞানবান হওআর আমার মনকে আনন্দিত কর;তাতে যারা আমাকে টিট্‌কারি দেয়তাদের আমি জবাব দিতে পারব।

12. সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকেআর তার দরুন শাস্তি পায়।

13. যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে নাও;যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয়তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো।

14. যে লোক খুব ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে দোয়া করেতা বদদোয়া বলেই ধরে নিতে হবে।

15. ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্‌ টপ্‌ করে বৃষ্টি পড়া-দু’টাই সমান।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 27