ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 27:14-27 Kitabul Mukkadas (MBCL)

14. যে লোক খুব ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে দোয়া করেতা বদদোয়া বলেই ধরে নিতে হবে।

15. ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্‌ টপ্‌ করে বৃষ্টি পড়া-দু’টাই সমান।

16. বাতাস যেমন লুকানো যায় না,আর ডান হাত দিয়ে লাগানো খোশবু তেলের গন্ধযেমন লুকানো যায় না,তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।

17. লোহা যেমন লোহাকে ধারালো করে,তেমনি একজন আর একজনের জীবনকেকাজের উপযুক্ত করে তোলে।

18. যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে;যে তার মালিকের সেবা করে সে সম্মানিত হবে।

19. পানির মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়,তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বুঝা যায়।

20. কবর ও দোজখের যেমন কখনও তৃপ্তি হয় না,তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।

21. রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র,আর সোনার জন্য আছে চুলা,কিন্তু মানুষ যে প্রশংসা পায় তা দিয়েই তাকে যাচাই করা হয়।

22. অসাড়-বিবেক লোককে যদিও শস্যের সংগেহামানদিস্তা দিয়ে গুঁড়া করা হয়,তবুও তার বোকামি তাকে ছেড়ে যাবে না।

23. তোমার ছাগল-ভেড়ার পালের অবস্থাতুমি ভাল করে জেনে রেখো,আর তোমার পশুপালের দিকে মনোযোগ দিয়ো;

24. কারণ ধন চিরস্থায়ী নয়,আর তাজও বংশের পর বংশের জন্য টিকে থাকে না।

25. ক্ষেত থেকে যখন খড় কেটে ফেলা হবে এবং নতুন ঘাস গজাবেআর পাহাড় থেকে ঘাস কেটে আনা হবে,

26. তখন ভেড়ার বাচ্চারা তোমার কাপড় যোগাবে,আর ছাগল দেবে নতুন জমির দাম;

27. এছাড়া তোমার ও তোমার পরিবারের জন্যতুমি যথেষ্ট দুধ পাবে;তোমার যুবতী চাকরাণীরাও তা খেয়ে পুষ্ট হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 27