ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 26:22-28 Kitabul Mukkadas (MBCL)

22. নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত;মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।

23. মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ,যার অন্তর খারাপ তার ভালবাসার কথাও তেমনি।

24. ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে,কিন্তু অন্তরে পোষে ছলনা।

25. তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না,কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।

26. তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকেতবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।

27. যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে;যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।

28. মিথ্যাবাদী তার জিভ্‌ দিয়ে যাদের আঘাত করেছেতাদের সে ঘৃণা করে,আর খোশামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 26