ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 26:13-28 Kitabul Mukkadas (MBCL)

13. অলস বলে, “পথে সিংহ আছে;ভয়ংকর একটা সিংহ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।”

14. কব্‌জায় যেমন দরজা ঘোরেতেমনি অলস তার বিছানাতে ঘোরে।

15. অলস থালায় হাত ডুবায়,হাতটা মুখে তুলতেও তার আলসেমি লাগে।

16. যারা চিন্তা-ভাবনা করে জবাব দেয় তেমন সাতজন লোকের চেয়েঅলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।

17. পথে যেতে যেতে যে লোকঅন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।

18. যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়েযার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,

19. তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করেআর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”

20. আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।

21. জ্বলন্ত কয়লার মধ্যে আরও কয়লা দিলেআর আগুনের মধ্যে আরও কাঠ দিলে যেমন হয়,তেমনি হয় ঝগড়ার আগুন জ্বালিয়ে তুলবার জন্যঝগড়াটে লোক।

22. নিন্দার কথা স্বাদযুক্ত খাবারের মত;মানুষের অন্তরের গভীরে তা নেমে যায়।

23. মাটির পাত্রের উপরে যেমন খাদ মিশানো রূপার প্রলেপ,যার অন্তর খারাপ তার ভালবাসার কথাও তেমনি।

24. ঘৃণাকারী মুখ দিয়ে ভান করে,কিন্তু অন্তরে পোষে ছলনা।

25. তার কথা মিষ্টি হলেও বিশ্বাস কোরো না,কারণ তার অন্তরের মধ্যে আছে সাতটা ঘৃণার জিনিস।

26. তার ঘৃণা যদিও ছলনা দিয়ে লুকানো থাকেতবুও তার দুষ্টতা সমাজের মধ্যে প্রকাশ পাবে।

27. যে লোক গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়ে;যে লোক পাথর গড়িয়ে দেয় তার উপরেই সেটা ফিরে আসে।

28. মিথ্যাবাদী তার জিভ্‌ দিয়ে যাদের আঘাত করেছেতাদের সে ঘৃণা করে,আর খোশামুদে মুখ অন্যের সর্বনাশ ডেকে আনে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 26