ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 25:8-19 Kitabul Mukkadas (MBCL)

8. তাড়াতাড়ি আদালতে যেয়ো না,কারণ শেষে তোমার প্রতিবেশী যদি তোমাকে লজ্জায় ফেলেতখন তুমি কি করবে?

9. প্রতিবেশীর বিরুদ্ধে যদি মামলা করতবে অন্যের গোপন কথা প্রকাশ করে দিয়ো না;

10. যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে,আর তোমার বদনাম কখনও ঘুচবে না।

11. সময়মত বলা কথা যেন কারুকাজ করা রূপার উপরে বসানোসোনার ফল।

12. সোনার দুল কিংবা ভাল সোনার গহনা যেমন,তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।

13. বিশ্বস্ত সংবাদদাতা তার মালিকদের কাছেযেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার;কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মালিকদের প্রাণ জুড়ায়।

14. যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলেঅথচ তা করে না,সে এমন কুয়াশা ও বাতাসের মতযার সাথে কোন বৃষ্টি আসে না।

15. রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়;নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।

16. তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,বেশী খেলে বমি করবে।

17. প্রতিবেশীর ঘরে কম যেয়ো,বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।

18. যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।

19. বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর ভরসা করাখারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 25