ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 25:23-28 Kitabul Mukkadas (MBCL)

23. উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে,তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।

24. ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

25. পিপাসিত লোকের জন্য যেমন ঠাণ্ডা পানি,তেমনি দূর দেশ থেকে আসা ভাল সংবাদ।

26. ঘোলা করে ফেলা আর দূষিত করা ঝর্ণার পানি যেমন,দুষ্ট লোকের দরুন গুনাহে পড়া আল্লাহ্‌ভক্ত লোক তেমনি।

27. বেশী মধু খাওয়া ভাল নয়;প্রশংসা পাবার জন্য চেষ্টা করাও ভাল নয়।

28. যে লোক নিজেকে দমন করতে পারে নাসে এমন শহরের মত যার দেয়াল ভেংগে ফেলা হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 25