ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 25:15-24 Kitabul Mukkadas (MBCL)

15. রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়;নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।

16. তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,বেশী খেলে বমি করবে।

17. প্রতিবেশীর ঘরে কম যেয়ো,বেশী গেলে সে তোমাকে অপছন্দ করবে।

18. যে লোক প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়সে গদা, তলোয়ার ও ধারালো তীরের মত।

19. বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর ভরসা করাখারাপ দাঁত ও খোঁড়া পায়ের মত।

20. যার মন খারাপ তার কাছে যে গজল করেসে এমন লোকের মত যে শীতের দিনে কাপড় খুলে ফেলেকিংবা সোডার উপরে সিরকা দেয়।

21. তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও,যদি তার পিপাসা পায় তাকে পানি দাও;

22. তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে,আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।

23. উত্তর দিকের বাতাস যেমন বৃষ্টি আনে,তেমনি নিন্দাকারীর কথায় অন্যের মুখে রাগের ভাব দেখা যায়।

24. ঝগড়াটে স্ত্রীর সংগে ঘরের মধ্যে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 25