ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 24:5-14 Kitabul Mukkadas (MBCL)

5. জ্ঞানী লোকের মহা ক্ষমতা আছে,আর বুদ্ধিমান লোক নিজের শক্তি বাড়ায়।

6. যুদ্ধ করতে গেলে তুমি উপযুক্ত পরামর্শ নেবেই,আর অনেক পরামর্শদাতা থাকলে জয়লাভ করা যায়।

7. জ্ঞান অসাড়-বিবেক লোকের নাগালের বাইরে;শহরের সদর দরজার সভাতে তার কিছু বলবার যোগ্যতা থাকে না।

8. যে কেউ খারাপীর পরিকল্পনা করেলোকে তাকে ষড়যন্ত্রকারী বলে জানে।

9. অসাড়-বিবেক লোকের ষড়যন্ত্র হল গুনাহ্‌;লোকে ঠাট্টা-বিদ্রূপকারীকে ঘৃণা করে।

10. বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়,তবে তো তোমার শক্তি বেশী নয়।

11. যাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছেতাদের উদ্ধার কর;যারা টল্‌তে টল্‌তে জবাই হতে যাচ্ছেতাদের রক্ষা করতে অস্বীকার কোরো না।

12. তুমি যদি বল, “কিন্তু আমরা কিছুই জানতাম না,”তবে যিনি অন্তরের উদ্দেশ্য ওজন করেনতিনি কি তোমার কথা বিচার করে দেখবেন না?যিনি তোমার জীবন রক্ষা করেনতিনি কি তা জানবেন না?তিনি কি প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারেফল দেবেন না?

13. ছেলে আমার, মধু খাও, কারণ তা ভাল;মৌচাক থেকে মধু খাও, তা তোমার মুখে মিষ্টি লাগবে।

14. এটাও জেনো যে, জ্ঞান তোমার অন্তরের জন্য মধুর মত মিষ্টি;যদি তুমি জ্ঞান পাও তবে তোমার ভবিষ্যতের আশা আছে,আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 24