ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 24:10-20 Kitabul Mukkadas (MBCL)

10. বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়,তবে তো তোমার শক্তি বেশী নয়।

11. যাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছেতাদের উদ্ধার কর;যারা টল্‌তে টল্‌তে জবাই হতে যাচ্ছেতাদের রক্ষা করতে অস্বীকার কোরো না।

12. তুমি যদি বল, “কিন্তু আমরা কিছুই জানতাম না,”তবে যিনি অন্তরের উদ্দেশ্য ওজন করেনতিনি কি তোমার কথা বিচার করে দেখবেন না?যিনি তোমার জীবন রক্ষা করেনতিনি কি তা জানবেন না?তিনি কি প্রত্যেক মানুষকে তার কাজ অনুসারেফল দেবেন না?

13. ছেলে আমার, মধু খাও, কারণ তা ভাল;মৌচাক থেকে মধু খাও, তা তোমার মুখে মিষ্টি লাগবে।

14. এটাও জেনো যে, জ্ঞান তোমার অন্তরের জন্য মধুর মত মিষ্টি;যদি তুমি জ্ঞান পাও তবে তোমার ভবিষ্যতের আশা আছে,আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।

15. ওহে দুষ্ট লোক, আল্লাহ্‌ভক্ত লোকের বাড়ীর বিরুদ্ধেতুমি ওৎ পেতে থেকো না,তার বাসস্থানে হানা দিয়ো না;

16. কারণ আল্লাহ্‌ভক্ত লোক সাত বার পড়ে গেলেও আবার ওঠে,কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেংগে পড়ে।

17. তোমার শত্রু পড়ে গেলে আনন্দ বোধ কোরো না;সে উচোট খেলে তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।

18. যদি তা কর তাহলে মাবুদ তা দেখে রাগ করবেন,আর শত্রুর উপর থেকে তাঁর রাগ সরিয়ে নেবেন।

19. তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না,কিংবা খারাপ লোকদের দেখে হিংসা কোরো না;

20. কারণ দুষ্ট লোকের ভবিষ্যতের কোন আশা নেই,আর খারাপ লোকদের জীবন-বাতি নিভে যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 24