ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 24:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. তুমি দুষ্ট লোকদের উপর হিংসা কোরো না,তাদের সংগে থাকতে ইচ্ছাও কোরো না;

2. কারণ তাদের অন্তর জুলুম করবার ষড়যন্ত্র করে,আর তাদের মুখ অন্যায় করবার কথা বলে।

3. জ্ঞানের সাহায্যে ঘর তৈরী করা হয়,আর বুদ্ধি দ্বারা তা স্থির রাখা হয়;

4. জ্ঞানের সাহায্যে কামরাগুলো পূর্ণ করা হয়মূল্যবান এবং সুন্দর সুন্দর জিনিস দিয়ে।

5. জ্ঞানী লোকের মহা ক্ষমতা আছে,আর বুদ্ধিমান লোক নিজের শক্তি বাড়ায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 24