ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 23:11-21 Kitabul Mukkadas (MBCL)

11. কারণ তাদের মুক্তিদাতা শক্তিশালী;তিনি তোমার বিরুদ্ধে মামলায় আত্মীয় হিসাবেতাদের পক্ষ নেবেন।

12. তুমি শিক্ষার দিকে মন দাও,আর জ্ঞানের কথায় কান দাও।

13. ছেলে বা মেয়েকে শাসন করতে অবহেলা কোরো না;তাকে লাঠি দিয়ে মারলে সে মরবে না।

14. তাকে অবশ্যই তুমি লাঠি দিয়ে মেরে শাস্তি দেবে,তাতে কবর থেকে তাকে রক্ষা করবে।

15. ছেলে আমার, তোমার অন্তর যদি জ্ঞানপূর্ণ হয়তবে আমার অন্তর সুখী হবে, হ্যাঁ, আমি সুখী হব।

16. যখন তোমার মুখ ঠিক কথা বলবেতখন আমার অন্তর আনন্দিত হবে।

17. তোমার অন্তর গুনাহ্‌গারদের হিংসা না করুক,বরং সব সময় মাবুদের প্রতি ভয়েতুমি চলাফেরা কর।

18. তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে,আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।

19. ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও,তোমার অন্তর ঠিক পথে চালাও।

20. যারা বেশী পরিমাণে আংগুর-রস খায়কিংবা যারা পেটুক ও বেশী গোশ্‌ত খায়,তুমি তাদের সংগে যোগ দিয়ো না;

21. কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়,আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 23