ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 22:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. গরীবের উপর ধনী কর্তা হয়,আর ঋণী ঋণদাতার চাকর হয়।

8. যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে;সে রাগের বশে যে জুলুম করে তা বন্ধ হয়ে যাবে।

9. যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয়সে দোয়া পাবে।

10. বিদ্রূপকারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে;ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে।

11. যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলেসে বাদশাহ্‌র বন্ধুত্ব লাভ করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 22