ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 22:3-7 Kitabul Mukkadas (MBCL)

3. সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়,কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকেআর তার দরুন শাস্তি পায়।

4. নম্রতা ও মাবুদের প্রতি ভয়ধন, সম্মান ও জীবন আনে।

5. কুটিল লোকের পথে থাকে কাঁটা ও ফাঁদ,কিন্তু যে নিজেকে সাবধানে রাখেসে সেগুলো থেকে দূরে থাকে।

6. ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও,সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না।

7. গরীবের উপর ধনী কর্তা হয়,আর ঋণী ঋণদাতার চাকর হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 22