ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 2:2-14 Kitabul Mukkadas (MBCL)

2. যদি সুবুদ্ধির কথায় কান দাওআর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও,

3. যদি বিবেচনা-শক্তিকে ডাকআর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে,

4. যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির তালাশ করআর গুপ্তধনের মত তা তালাশ করে দেখ,

5. তাহলে মাবুদের প্রতি ভয় কি,তা তুমি বুঝতে পারবে আর আল্লাহ্‌ সম্বন্ধে জ্ঞান পাবে;

6. কারণ মাবুদই সুবুদ্ধি দান করেন,তাঁর মুখ থেকেই জ্ঞান ও বিচারবুদ্ধি বের হয়ে আসে।

7. খাঁটি অন্তরের লোকদের জন্যতিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন;যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন,

8. যেন তিনি ন্যায়বিচার বজায় রাখতে পারেন,আর তাঁর ভক্তদের পথ রক্ষা করতে পারেন।

9. যদি তুমি আমার কথা শোন,তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎআর বুঝতে পারবে উন্নতির সমস্ত পথ;

10. কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে,আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে।

11. তোমার নেকী-বদী বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে,আর বিচারবুদ্ধি তোমাকে পাহারা দেবে।

12. এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানই তোমাকে রক্ষা করবে;রক্ষা করবে তাদের থেকে-যারা মিথ্যা কথা বলে,

13. যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে,

14. যারা খারাপ কাজে আনন্দ পায়,খারাপীর কুটিল পথেই যাদের আনন্দ,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 2