ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 2:15-19 Kitabul Mukkadas (MBCL)

15. আর যারা বাঁকা পথে ও বিপথে চলে।

16. জ্ঞানই তোমাকে রক্ষা করবে জেনাকারিণীর হাত থেকে,মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।

17. সে তার যৌবনকালের স্বামীকে ছেড়ে দিয়েছেআর তার আল্লাহ্‌র স্থাপন করা ব্যবস্থা অমান্য করেছে।

18. তুমি তার ঘরে ঢুকলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে,তার সংগে যোগ দিলে মৃতদের কাছে পৌঁছাবে।

19. যারা তার কাছে যায় তাদের কেউ আর ফিরে আসে না,তারা বাঁচবার পথ পায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 2