ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 19:8-15 Kitabul Mukkadas (MBCL)

8. যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে দোয়া পায়।

9. মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।

10. বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,তখন গোলামের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়াআরও অনুপযুক্ত।

11. যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজেরাগ করতে দেয় না;তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব।

12. বাদশাহ্‌র রাগ সিংহের গর্জনের মত,কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।

13. বিবেচনাহীন ছেলে তার পিতার সর্বনাশের কারণ হয়,আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।

14. ঘর-বাড়ী ও ধন পিতার কাছ থেকে পাওয়া যায়,কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় মাবুদের কাছ থেকে।

15. অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে;অলস লোক ক্ষুধায় কষ্ট পায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 19