ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 19:19-24 Kitabul Mukkadas (MBCL)

19. অতিরিক্ত রাগী লোককে শাস্তি পেতে হবে;তাকে একবার রক্ষা করলে বার বার তা করতে হবে।

20. উপদেশে কান দাও, শাসন মেনে চল;পরে তুমি জ্ঞানী হতে পারবে।

21. মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে,কিন্তু মাবুদ যা ঠিক করেছেন তা-ই হবে।

22. মানুষ মানুষের কাছ থেকে অটল মহব্বত পেতে চায়;মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল।

23. মাবুদের প্রতি ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়;যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে,কোন বিপদ তার কাছে আসতে পারে না।

24. অলস লোক থালায় হাত ডুবায়;সে হাতটা মুখে তুলতেও চায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 19