ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 15:3-14 Kitabul Mukkadas (MBCL)

3. মাবুদের চোখ সবখানেই আছে;তা ভাল ও খারাপ লোকদের উপর নজর রাখে।

4. যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন্তগাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।

5. অসাড়-বিবেক লোক তার পিতার শাসনকে তুচ্ছ করে,কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।

6. আল্লাহ্‌ভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।

7. জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়,কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।

8. দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন,কিন্তু খাঁটি লোকদের মুনাজাতে তিনি খুশী হন।

9. মাবুদ দুষ্টদের পথ ঘৃণা করেন,কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায়তাদের তিনি মহব্বত করেন।

10. যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।

11. মাবুদ তো ধ্বংসস্থান, অর্থাৎ কবর দেখতে পান;তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!

12. ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনের কথা পছন্দ করে না;সে জ্ঞানীদের কাছে যায় না।

13. অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।

14. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের তালাশ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 15