ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 15:17-25 Kitabul Mukkadas (MBCL)

17. ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।

18. রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।

19. অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত,কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।

20. জ্ঞানী ছেলে পিতার জীবনে আনন্দ আনে,কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে।

21. যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে।

22. পরামর্শের অভাবে পরিকল্পনা মিথ্যা হয়ে যায়,কিন্তু পরামর্শদাতা অনেক হলে পরিকল্পনা সফল হয়।

23. যে লোক উপযুক্ত জবাব দিতে পারে সে খুশী হয়;ঠিক সময়ে বলা কথা কেমন ভাল!

24. বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়,আর তাতে সে নীচে কবরে যাওয়া থেকে রক্ষা পায়।

25. মাবুদ অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন,কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 15