ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 14:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও,কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না।

8. বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান,কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা।

9. অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়েএকে অন্যের সংগে বাঁধা থাকে,কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে উপকার করবার ইচ্ছা দিয়ে।

10. যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে;একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।

11. দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 14