ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 14:2-14 Kitabul Mukkadas (MBCL)

2. যে সততায় চলে সে মাবুদকে ভয় করে,কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।

3. যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়,কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।

4. গরু না থাকলে যাবপাত্র খালি থাকে,কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়।

5. বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না,কিন্তু অবিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে।

6. যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।

7. বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও,কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না।

8. বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান,কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা।

9. অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়েএকে অন্যের সংগে বাঁধা থাকে,কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে উপকার করবার ইচ্ছা দিয়ে।

10. যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে;একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।

11. দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে।

12. একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়,কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু।

13. হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে,আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।

14. বেঈমান লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 14