ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 14:19-24 Kitabul Mukkadas (MBCL)

19. খারাপ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়,আর দুষ্টেরা আল্লাহ্‌ভক্ত লোকদের দরজার কাছে নত হয়।

20. গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে,কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে।

21. যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে সে গুনাহ্‌ করে,কিন্তু ধন্য সে যে অভাবীদের প্রতি দয়া করে।

22. যারা খারাপ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না?কিন্তু যারা উপকার করবার পরিকল্পনা করেতাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।

23. সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে,কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়।

24. জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন,কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 14