ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 13:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. জ্ঞানী ছেলে পিতার শাসন মানে,কিন্তু ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনে কান দেয় না।

2. মানুষ নিজের কথার দ্বারা উন্নতি লাভ করতে পারে;বেঈমান লোক জুলুম করতে চায়।

3. যে তার মুখ সাবধানে রাখে সে তার প্রাণ রক্ষা করে,কিন্তু যে অসাবধানে কথা বলে তার সর্বনাশ হয়।

4. অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না,কিন্তু পরিশ্রমী লোকেরা তাদের চাওয়ার অতিরিক্ত পায়।

5. আল্লাহ্‌ভক্ত লোক মিথ্যাকে ঘৃণা করে,কিন্তু দুষ্ট লোক লজ্জা ও দুর্নামের কারণ হয়।

6. আল্লাহ্‌র প্রতি ভয় সৎ লোককে রক্ষা করে,কিন্তু দুষ্টতা গুনাহ্‌গারদের সর্বনাশ ঘটায়।

7. কেউ নিজেকে ধনী দেখায় কিন্তু তার কিছুই নেই;আবার কেউ নিজেকে গরীব দেখায় কিন্তু তার অনেক ধন আছে।

8. ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়,কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।

9. আল্লাহ্‌ভক্তদের নূর উজ্জ্বলভাবে জ্বলে,কিন্তু দুষ্টদের বাতি নিভে যায়।

10. অহংকার কেবল ঝগড়া-বিবাদের সৃষ্টি করে,কিন্তু যারা উপদেশ শোনে তাদের কাছে জ্ঞান পাওয়া যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 13