ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 10:13-19 Kitabul Mukkadas (MBCL)

13. যাদের বিচারবুদ্ধি আছে তাদের মুখে জ্ঞান পাওয়া যায়,কিন্তু যাদের বুদ্ধি নেই তাদের পিঠের জন্য আছে লাঠি।

14. জ্ঞানী লোক জ্ঞান জমা করে,কিন্তু অসাড়-বিবেকের মুখ সর্বনাশ ডেকে আনে।

15. ধনীর ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;গরীবদের অভাবই হল তাদের সর্বনাশ।

16. আল্লাহ্‌ভক্তদের মজুরি হল পরিপূর্ণ জীবন,কিন্তু দুষ্টদের আয়ে গুনাহের বৃদ্ধি হয়।

17. যে শাসন মানে সে জীবনের পথে চলে,কিন্তু যে সংশোধনের কথা অগ্রাহ্য করে সে বিপথে যায়।

18. যে লোক তার মনের মধ্যে ঘৃণা গোপন করে রাখেসে মিথ্যা কথা বলে;যে লোক নিন্দা রটায় সে বিবেচনাহীন।

19. বেশী কথার মধ্যে অন্যায় উপস্থিত থাকে,কিন্তু যে তার মুখ দমনে রাখে সে বুদ্ধিমান।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 10