ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মিকাহ্‌ 2:2-13 Kitabul Mukkadas (MBCL)

2. তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।

3. সেইজন্য মাবুদ বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি বিপদের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের।

4. সেই দিন ভীষণ বিলাপ হবে এবং এই দুঃখের গান গাওয়া হবে:আমরা একেবারে ধ্বংস হয়ে গেছি;আমাদের জাতির সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে।মাবুদ তা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।আমাদের ক্ষেত-খামার তিনি বেঈমানদের দিয়ে দিয়েছেন।”

5. কাজেই তোমাদের মধ্যে কেউই মাবুদের বান্দাদের সংগে জমির ভাগ পাবে না।

6. তোমাদের নবীরা আমাদের বলে, “এই সব কথা বোলো না, এই সব বিষয়ে কোন কথা বোলো না, কারণ আমাদের উপরে অসম্মান আসবে না।”

7. হে ইয়াকুবের বংশ, তোমাদের এই কথা বলা উচিত নয়, “মাবুদের রূহ্‌ অধৈর্য হন নি; তিনি এই সব কাজ করেন না।”মাবুদ বলছেন, “যারা ন্যায় পথে চলে কেবল তাদেরই উপর আমার কালাম উন্নতি আনে।

8. আজকাল আমার বান্দারা শত্রুর মত হয়ে উঠেছে। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মত যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে তোমরা কাপড় খুলে নি"ছ।

9. আমার বান্দাদের স্ত্রীদের তোমরা তাদের প্রিয় বাড়ী-ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। আমার দোয়া থেকে তাদের ছেলেমেয়েদের তোমরা চিরকালের জন্য বঞ্চিত করছ।

10. তোমরা ওঠো, চলে যাও, এটা তো তোমাদের বিশ্রামের স্থান নয়; কারণ তোমরা দেশটাকে নাপাক করেছ, সেইজন্যই তা ভীষণভাবে ধ্বংস হয়ে যাবে।

11. যদি কোন মিথ্যাবাদী ও ঠগ এসে বলে, ‘আমি বলছি যে, তোমাদের প্রচুর মদ ও আংগুর-রস হবে,’ তবে সে-ই হবে এই জাতির জন্য উপযুক্ত নবী!”

12. মাবুদ বলছেন, “হে ইয়াকুব, আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জমায়েত করব; আমি অবশ্যই ইসরাইলের বেঁচে থাকা লোকদের একত্র করব। বস্রার ভেড়াগুলোর মত করে, খোঁয়াড়ে থাকা ভেড়ার পালের মত করে আমি তাদের একত্র করব; দেশটা আবার লোকে ভরে যাবে।”

13. বন্দীদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন; তারা দরজা ভেংগে বের হয়ে আসবে। মাবুদ, যিনি তাদের বাদশাহ্‌, তিনি তাদের আগে আগে যাবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মিকাহ্‌ 2