ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মিকাহ্‌ 2:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. ঘৃণ্য তারা, যারা অন্যায়ের পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় খারাপীর ফন্দি আঁটে। সকাল হলেই তারা সেইমত কাজ করে, কারণ তা করবার ক্ষমতা তাদের হাতে আছে।

2. তারা ক্ষেত-খামার আর ঘর-বাড়ীর প্রতি লোভ করে তা কেড়ে নেয়। তারা মানুষকে ঠকিয়ে তার ঘর-বাড়ী ও তার জায়গা-জমি নিয়ে নেয়।

3. সেইজন্য মাবুদ বলছেন, “তোমাদের বিরুদ্ধে আমি বিপদের পরিকল্পনা করছি যা থেকে তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। তোমরা আর গর্ব করে চলবে না, কারণ সময়টা হবে বিপদের।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মিকাহ্‌ 2