ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:9-16 Kitabul Mukkadas (MBCL)

9. ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন;আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন।

10. আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভল্লুকআর লুকিয়ে থাকা সিংহের মত;

11. পথ থেকে তিনি আমাকে টেনে এনে টুকরা টুকরা করেছেনএবং আমাকে একা ফেলে রেখে গেছেন।

12. তাঁর ধনুকে টান দিয়েতিনি আমাকে তাঁর তীরের লক্ষ্যস্থান করেছেন।

13. তাঁর তূণ থেকে তীর নিয়েতিনি আমার দিল ছিদ্র করেছেন।

14. আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি;তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।

15. তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন,বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন।

16. তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেনআর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3