ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:45-59 Kitabul Mukkadas (MBCL)

45. জাতিদের মধ্যে তুমি আমাদের করেছময়লা ও আবর্জনার মত।

46. আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধেমুখ বড় করে হা করেছে।

47. আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।”

48. আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে,সেজন্য আমার চোখ থেকে পানির স্রোত বইছে।

49. আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না,

50. যে পর্যন্ত না মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেন।

51. আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি,তাতে আমার প্রাণ কাঁদছে।

52. বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিলতারা পাখীর মত করে আমাকে শিকার করেছে।

53. তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছেএবং আমার উপর পাথর ছুঁড়েছে।

54. আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেছে,আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি।

55. হে মাবুদ, সেই গভীর গর্তের মধ্য থেকেআমি তোমাকে ডাকলাম।

56. তুমি আমার এই মিনতি শুনেছিলে,“সাহায্যের জন্য আমার কান্নার প্রতিতুমি কান বন্ধ করে রেখো না।”

57. আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ,“ভয় কোরো না।”

58. হে মালিক, তুমি আমার পক্ষ নিয়েছ,তুমি আমার প্রাণ মুক্ত করেছ।

59. হে মাবুদ, আমার প্রতি যে অন্যায় করা হয়েছেতা তো তুমি দেখেছ।আমার প্রতি ন্যায়বিচার কর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3