ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:25-39 Kitabul Mukkadas (MBCL)

25. মাবুদের উপর যারা আশা রাখে ও তাঁর উপর ভরসা করেতাদের তিনি উপকার করেন।

26. মাবুদ উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।

27. যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।

28. মাবুদই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।

29. সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।

30. যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।

31. দীন-দুনিয়ার মালিক তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।

32. যদি বা তিনি দুঃখ দেন,তবুও তাঁর অটল মহব্বত অনুসারে তিনি মমতা করবেন,

33. কারণ তিনি ইচ্ছা করেমানুষকে কষ্ট কিংবা মনোদুঃখ দেন না।

34. দেশের সব বন্দীদের পায়ে দলানো,

35. আল্লাহ্‌তা’লার সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা,

36. ন্যায়বিচার হতে না দেওয়া-এ সব কি দীন-দুনিয়ার মালিক দেখবেন না?

37. যদি মাবুদ হুকুম না দেনতবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে?

38. আল্লাহ্‌তা’লার মুখ থেকেই কিক্ষতি ও উন্নতি বের হয় না?

39. গুনাহের জন্য শাস্তি পেলে পরমানুষ কেন তা নিয়ে নালিশ করবে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3