ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 36:27-34 Kitabul Mukkadas (MBCL)

27. এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন।

28. দীশনের ছেলেদের নাম হল আওস ও অরাণ।

29. হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা,

30. দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার।

31. ইসরাইলীদের মধ্যে রাজশাসন শুরু হবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্‌ রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা:

32. বাউরের ছেলে বেলা ইদোমের বাদশাহ্‌ হয়েছিলেন; তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা।

33. বেলার ইন্তেকালের পর তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব বাদশাহ্‌ হয়েছিলেন।

34. যোববের ইন্তেকালের পর তৈমনীয়দের দেশের হূশম তাঁর জায়গায় বাদশাহ্‌ হয়েছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 36