ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 10:11-12-19 Kitabul Mukkadas (MBCL)

11-12. তিনি সেখান থেকে বের হয়ে তাঁর রাজ্য বাড়াতে বাড়াতে আশেরিয়া দেশ পর্যন্ত গেলেন। সেখানকার নিনেভে, রহোবোৎ-পুরী, কেলহ ও রেষণ নামে শহরগুলো তাঁরই তৈরী। এর মধ্যে রেষণ ছিল নিনেভে ও কেলহের মাঝামাঝি জায়গায়। এগুলো একসংগে মিলে একটা বড় শহরের সৃষ্টি হয়েছিল।

13-14. লিডীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্‌লূহীয় ও ক্রীটীয়রা ছিল মিসরের বংশের লোক। কস্‌লূহীয়রা ছিল ফিলিস্তিনীদের পূর্বপুরুষ।

15. কেনানের বড় ছেলের নাম ছিল সিডন। তার পরে হেতের জন্ম হয়েছিল।

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,

17. হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

18. অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়রাও ছিল কেনানের বংশের লোক। পরে এই সব কেনানীয় পরিবারগুলো ছড়িয়ে পড়েছিল।

19. সিডন শহর থেকে গরারে যাওয়ার পথে গাজা পর্যন্ত এবং গাজা থেকে সাদুম, আমুরা, অদ্‌মা ও সবোয়ীমে যাওয়ার পথে লাশা পর্যন্ত কেনানীয়দের দেশের সীমা ছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 10