ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয়া 11:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. লোকদের নেতারা জেরুজালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর জেরুজালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে।

2. যে সব লোক ইচ্ছা করে জেরুজালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।

3-5. অনেক ইসরাইলীয়, ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা ও সোলায়মানের চাকরদের বংশধরেরা এহুদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া এহুদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক জেরুজালেমে বাস করত। দেশের যে সব নেতারা জেরুজালেমে বাস করতেন তাঁরা হলেন:এহুদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল জাকারিয়া, অমরিয়, শফটিয়, মাহলাইল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্‌হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, জাকারিয়া ও শীলোনীয়।

6. পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক জেরুজালেমে বাস করত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয়া 11