ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 4:47-49 Kitabul Mukkadas (MBCL)

47. তাঁরা সীহোনের ও বাশনের বাদশাহ্‌ উজের দেশ অধিকার করে নিয়েছিলেন। এই দুই আমোরীয় বাদশাহ্‌র রাজ্য দু’টি ছিল জর্ডানের পূর্ব দিকে।

48. অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে সীওন পাহাড়, অর্থাৎ হর্মোণ পাহাড় পর্যন্ত ছিল এই দুই রাজ্য।

49. তার মধ্যে রয়েছে জর্ডানের পূর্ব দিকের গোটা আরবা এলাকাটা। এটা পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে আরবার সাগর পর্যন্ত চলে গেছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 4