ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 4:41-43 Kitabul Mukkadas (MBCL)

এর পর মূসা জর্ডান নদীর পূর্ব দিকে তিনটা শহর বেছে নিলেন, যাতে কেউ কাউকে হত্যা করলে পর সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। অবশ্য যদি সে মনে কোন হিংসা না রেখে হঠাৎ তা করে থাকে তবেই সে সেখানে আশ্রয় নিতে পারবে। যে শহরগুলোতে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করা যাবে সেগুলো হল রূবেণীয়দের জন্য মরুভূমির সমভূমির বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মানশীয়দের জন্য বাশনের গোলান।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 4

প্রেক্ষাপটে দ্বিতীয় বিবরণ 4:41-43 দেখুন