ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:3-7 Kitabul Mukkadas (MBCL)

3. “সত্যিই তিনি তাঁর নিজের বান্দাদের মহব্বত করেন।পবিত্র ফেরেশতারা তাঁর অধীনে রয়েছেন,তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন;তাঁরই কাছে তাঁরা হুকুম পান।

4. আমাদের কাছে মূসা যে শরীয়ত দিয়েছিলেন,সেটাই হল ইয়াকুব-গোষ্ঠীর ধন।

5. যখন ইসরাইলীয় সর্দারেরা জমায়েত হলেন,তাদের সংগে ইসরাইলীয় সব গোষ্ঠী জমায়েত হল,তখন মাবুদই ছিলেন ইসরাইলের বাদশাহ্‌।”

6. রূবেণ সম্বন্ধে মূসা বলেছিলেন,“রূবেণকে বাঁচিয়ে রাখ, মৃত্যু তার দূরে রাখ;তার লোকসংখ্যা যেন কম থাকে।”

7. এহুদা সমন্ধে তিনি বলেছিলেন,“হে মাবুদ, তুমি এহুদার কথা শোন;তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন।তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়;শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33