ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:19-21 Kitabul Mukkadas (MBCL)

19. লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;সেখানে যোগ্য মনোভাব নিয়ে তারা পশু-কোরবানী দেবে।সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”

20. গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমা বাড়াবেন।সে সিংহের মত বসবেআর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।

21. সব জায়গার সেরা জায়গা সে বেছে নিয়েছে;নেতার যোগ্য পাওনা তার জন্য রাখা আছে।যুদ্ধে জমায়েত হওয়া সর্দারদের মধ্যেসে-ই মাবুদের ন্যায়-ভরা হুকুম পালন করেছে,পালন করেছে ইসরাইলকে দেওয়া মাবুদের নিয়ম।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33